বাংলাদেশ সেনাবাহিনীতে ২২তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: ২২তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি
ক্যাটাগরির নাম: ১. কার্ডিওলজিস্ট ২. নিউক্লিয়ার মেডিসিন ৩. রেডিয়েশন অনকোলজিস্ট ৪. মেডিকেল অনকোলজিস্ট ৫. সার্জিক্যাল অনকোলজিস্ট ৬. পালমোনোলজিস্ট ৭. অর্থোপেডিক সার্জন ৮. ইন্টারনাল মেডিসিন ৯. গ্যাস্ট্রোএন্টারোলজি ১০. এন্ডোক্রাইনোলজি ১১. ইনটেনসিভিস্ট ১২. নিউরো সার্জন
শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি/মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত
বয়স: ১৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে অনূর্ধ্ব ৪০ বছর
নাগরিকত্ব: জন্মসূত্রে বাংলাদেশি
বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত
বিস্তারিত: বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন- https://bit.ly/2xIwDJS
আবেদনের নিয়ম: আগ্রহীরা Click করুন বাংলাদেশ সেনাবাহিনী এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০১৯